কবিতা ।। আমি বিদ্রোহিনী আজ ।। রণেশ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। আমি বিদ্রোহিনী আজ ।। রণেশ রায়

আমি বিদ্রোহিনী আজ

রণেশ রায়


সে এসেছিল একদিন রাখবে আমাকে পাহারায়

আমি যে নারী অবলা, নিজেরটা নিজে বুঝি না,

তাই আমাকে বাঁচতে হবে কারও দয়ায়।

নারী আমি, তাই বাঁচতে পারি না নিজ সত্তায়

আমাকে সোঁপে দিতে হয় কোথাও

তার সত্তায় আমার সত্তা হারায়।


এমনি করে জীবন চলে আমার

বাঁধা পড়ে থাকি সংসারের মায়ায়

স্বামী ছেলে মেয়ে ঘরকন্যা, জীবনের মন্ত্র সেটাই

সংসার নাকি সুখের আমার গুণের আরাধনা—


আমি জানতাম না, আমার হৃদয়ে এক দানবী ঘুমায়

সে জেগে ওঠে আজ এক পৌরুষের তাড়নায়,

আমার ভেতরের দানবীর ঘুম ভাঙ্গলো পৌরুষের মহিমায়,

আমাকে সে জাগিয়ে তোলে আমার চেতনায়

আমি ফিরে পাই সত্তা আমার, বাঁচতে চাই সে সত্তায়,

তাই বিদ্রোহিনী আমি আজ এবার, 

আমার গুনে যদি ভস্ম হয় পৌরুষত্ব তার।



I'm a rebel today
Ranesh Ray


He came to me one day, 

Expecting to take care of me 

A caretaker of this disabled girl

Unable to take care of herself.


I have to live on someone's mercy.

As a woman, I can't live as myself

I have no  identity of my own 

My identity is surrendered to his feet.


Life goes on like this, bounded in family ties

Husband, children, home - 

That's supposed to be life's identity 

Goodness makes a family happy.

A verdict of family religion.


But  an ember slept within my heart

She awakened, provoked by masculinity

The ember within me rose, fueled by masculine pride

She stirred my consciousness, 

And aroused my identity

I rise to live as myself, 

I'm a rebel today


If my goodness rises to  burn down masculinity, 

Let it be. That is the call of the day.


No comments:

Post a Comment