আজও যদি
বদ্রীনাথ পাল
আমাদের ইস্কুলে অঙ্কের স্যার--
ভুলি নাই আজো তাকে হরি চোঙদার।
আবলুষ কাঠ যেন কুত্কুতে চোখ,
দূর থেকে দেখে তাকে ভয় পেত লোক।
যতো বলি তার কথা ততো হবে কম--
ছাত্রের কাছে ছিলো সাক্ষাত যম।
কিল চড় গুঁতো ঘুঁষি টেনে ধরা চুল--
পাওনা এসব ছিলো হতো যদি ভুল !
আজও যদি স্বপনেতে দেখি তার মুখ--
ভয়ে ঘুম ভেঙে যায়, তড়পায় বুক।
==============
বদ্রীনাথ পাল
বাবিরডি, পোস্ট-গৌরাংডি , জেলা-পুরুলিয়া
No comments:
Post a Comment