আপনজন
অজিত কুমার জানা
লোকাল মাঝ বয়সী একটা ক্ষত,
দেওয়ালে পেরেক পুঁততে থাকে।
দেওয়াল চিৎকার করে,
ক্ষত তার অধিকার দাবী করে।
পকেট থেকে মোবাইল বের করে,
তার মালিকানা দেখিয়ে দেয়।
দেওয়ালের চোখ লিখে অশ্রুকাব্য,
যা বুক বেয়ে নিজের দেশের
ওই ক্ষততেই জমা হয়।
দেওয়াল ও ক্ষত উভয়েই,
উভয়কেই জড়িয়ে ধরে।
আপনজনই চিনে আপনজনকে।
===================
অজিত কুমার জানা, গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর, জেলা-হাওড়া, পিন-৭১১৩০১,
পশ্চিমবঙ্গ, ভারত।
No comments:
Post a Comment