কবিতা ।। আঁতুড় ঘর ।। মোঃ আব্দুল রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। আঁতুড় ঘর ।। মোঃ আব্দুল রহমান

আঁতুড় ঘর 

মোঃ আব্দুল রহমান

উবচে পড়া কৌতূহল
আর সযত্নে অন্তঃসত্ত্বা লালন পালন
করে আগন্তুক গর্ভাশয়ে, ঠিক তেমনই
কবিতারাও সৃষ্টি হয়
একজন কবির জঠরে। অন্তঃস্থল থেকে
নির্গত হয় ভ্রূণ! ধীরে ধীরে মাতৃদুগ্ধ
পান করে যেভাবে একটি ফুলের মতো নবজাতক
বিকশিত হতে থাকে, কবিও তার কবিতার পুষ্টি
জাগ্রত করেন। চাঁদের হাসিতে শিশু,
সূর্যের রক্সিতে কবিতা
মাতৃক্রোড়ে শিশু আর গগনে
মেঘের কোলে কবিতারা ঘুমিয়ে পড়ে।
দশমাস দশ দিন পর প্রসূতি
উপলব্ধি করেন মাতৃত্ব,
কবিও উপলব্ধি করেন যুগে যুগে কবিতার অমরত্ব!
প্রসূতির আঁতুড় ঘর আর কবির
কবিতার ঘর ভিন্ন কিছুই নয়,
চলে নবজাতকের লালনপালন আর উৎকর্ষতা!

============

মোঃ আব্দুল রহমান 

বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 

No comments:

Post a Comment