বাইশ বছর পরে
ইয়াসমিন বানু
আজ বাইশে নভেম্বর
আমাদের বিয়ের
বাইশটা বছর।
তোমার মনে পড়ে
সেদিন কেমন
বাদলধারা
ঝরেছিল অঝোরে?
সেদিন আচমকা এক
অজানা সাইক্লোন
সতর্ক করছিল
প্রশাসন ক্ষণে ক্ষণ
সাঁঝের বেলায়
সদয় হলো ঝড়
নিলো গতিমুখ ঘুরিয়ে
বাজলো সানাই
তুমি এলে
পক্ষীরাজ উড়িয়ে।।
স্বপ্নের মতো
তোমার ডানায়
ভর করে
উড়ে গেলাম
তোমায়
আষ্টেপিষ্টে জড়িয়ে।
তারপর ছোট্ট ঘর
সাজানো সংসার
খুশি যেন
ধরে না আর!
টুকরো টুকরো
ছোট্ট জিনিস নিয়ে
ফিরতে যখন
কাজের বেলা শেষে
দোতলার ব্যালকনিতে
দাঁড়িয়ে আমি
উপর থেকে তোমায়
দেখবো হেসে।
ঘন কালো
কোঁকড়া চুলে
সপ্রতিভ এক মুখ
মনে ভাবতাম
আমিই সুখী
আমারই এতো সুখ!
সহসা মান অভিমান
পালা..
বুঝতে নারি
কী অসহায়!
সইতে হলো
হেলা।
বোঝালে তুমি
গোছানো ঘর
গিয়েছে আমার
নড়ে
গেছো তুমি
আমার থেকে
অনেকখানি সরে,,
পথ চলেছি
পাগলপারা
ফেরাতে তোমায়
ঘর
তখনো বুঝিনি
তুমি,হয়েছো
কতটা পর!
গড়ালো দিন
নিয়ম মেনে
ছেড়ে গেলে
তুমি
ব্যথা তো বোঝোনি
আমার
বুঝেছি কেবলই
আমি!
সেদিন সন্ধ্যা
আমার কাছে
ছিল ভীষণ
ভারী
বিদায় বেলায়
ফেরোনি পেছন
আকুল, পাগল
নারী।।
ভুলতে পারি না
আজও
সেই বৃষ্টি ভেজা
রাত
দুজনের মুখ ভরা
হাসি
হাতেতে গলানো
হাত!
আজকের দিন
তোমার আমার
কেন যে হলো
না হায়!
মনের গভীরে
জমাট বাঁধা
প্রশ্নই থেকে যায়।
মন বলে আজ
ঝড়ের কেন
ঘুরলো
গতিমুখ??
আপাত মিলনে
মিলিয়ে দিয়ে
কাড়লো
পরম সুখ।।
===============
ইয়াসমিন বানু
বেকবাগান
কোলকাতা
কোলকাতা
No comments:
Post a Comment