কবিতা ।। আমার প্রিয় বর্ষা ।। আশীষ কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। আমার প্রিয় বর্ষা ।। আশীষ কুমার চক্রবর্তী

আমার প্রিয় বর্ষা

আশীষ কুমার চক্রবর্তী


সময় চলে আপন গতিতে
ছন্দে,তালে নিয়ম মেনে,
প্রকৃতির ঋতু পরিবর্তনের সাথে
ছ'টা ঝতু পাই ভিন্ন চরিত্রে।
গ্রীষ্মের প্রখর দহন দিনের অবসানে
বর্ষ বরণে বর্ষারানি আসে আষাঢ়,শ্রাবণে।
বর্ষার ছন্দে তালে তাল রেখে 
মেঘ-মল্লার, জয়-জয়ন্তীতে,
বাঁধন হারা মন ওঠে মেতে
আকাশের কালো মেঘের সাথে।
ঝড়ের জল তরঙ্গে বর্ষা নেচে চলে হেলে দুলে
ময়ূরীরা সেই সুরের নেশায় নাচে পেখম তুলে।
বড় ঝড় তোলে মনের ভেতর কত কি আসে স্মরণে
আঁধারে বসে মেঘের খেলা দেখি আকাশের পরে।
জগতের নাথ রথে চড়ে আষাঢ়ে আসেন মর্তে
প্রভু জগন্নাথ এক হয়ে যান ভক্ত সকলের সাথে।
অঝোর ধারায় বৃষ্টি ঝরে বিরাম নেই তো মোটে
সুভদ্রা,বলরাম, জগন্নাথদেবের  রথ চলছে ছুটে।
মেঘের আওয়াজ যায় না শোনা জয় জগন্নাথ ধ্বনিতে
নয়নপথগামী জগন্নাথ স্বামী চলেছেন মাসীর বাড়িতে।
বড় মনোরম বর্ষা ঋতুর আষাঢ়, শ্রাবণ মাস
বিজলী আখরে প্রতি হৃদয়ে ভরে থাক উচ্ছ্বাস। 

==============

Ashis kumar Chakrabortty Advocate 16,Avenue South Santoshpur Jadavpur Kolkata-70O O75 Arpita Apartments Flat no 1A 

No comments:

Post a Comment