বর্ষা এলেই
সন্দীপ ঘোষ
এবার বইনি হবে তো?
তালের নেশা বড্ড জ্বালায়
মানটা আমার থাকবে তো?
বর্ষা এলেই ঘুম উবে যায়
উঠে পড়ি ভোরবেলায়,
মজার খেলা তাল কুড়ানো
ভীষণ খুশি এই খেলায়।
বর্ষা এলেই ঝড় ঝড়াং ভিট
বন্ধুরা সব ছুট লাগায়,
পাল্লা দিয়ে আমিও ছুটি
বৃষ্টি ভেজা তালতলায়।
বর্ষা এলেই তালের গন্ধে
মেঘেরাও খেলা করে,
তাল কুড়িয়ে ঘরে ফিরি
জল থই থই মাটির পরে।
______
Sandip Ghosh
Taldangra (masterpara)
Bankura
Pin- 722152
No comments:
Post a Comment