ছড়া ।। বর্ষা এলে ।। সন্দীপ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

ছড়া ।। বর্ষা এলে ।। সন্দীপ ঘোষ

বর্ষা এলেই

সন্দীপ ঘোষ


বর্ষা এলেই কান্না আসে
এবার বইনি হবে তো? 
তালের নেশা বড্ড জ্বালায়
মানটা আমার থাকবে তো? 

বর্ষা এলেই ঘুম উবে যায়
উঠে পড়ি ভোরবেলায়, 
মজার খেলা তাল কুড়ানো
ভীষণ খুশি এই খেলায়। 

বর্ষা এলেই ঝড় ঝড়াং ভিট 
বন্ধুরা সব ছুট লাগায়, 
পাল্লা দিয়ে আমিও ছুটি
বৃষ্টি ভেজা তালতলায়। 

বর্ষা এলেই তালের গন্ধে
মেঘেরাও খেলা করে, 
তাল কুড়িয়ে ঘরে ফিরি
জল থই থই মাটির পরে। 

             ______


Sandip Ghosh
Taldangra (masterpara) 
Bankura
Pin- 722152


No comments:

Post a Comment