বর্ষার গল্প
নজমুল ইসলাম খসরু
বর্ষাকালে বাদল নামে
পানি থৈ থৈ,
থোকায় থোকায় কদম ফুটে
ঘরে ফোটে খৈ।
রোদ-বৃষ্টির ভ্যাপসা তাপে
আম কাঠাল পাকে,
নতুন জলে মাছ লাফায়
কোলা ব্যাঙ ডাকে।
মুসলধারায় বৃষ্টি নামে
বাইরে যেতে মানা,
ঝড়ো হাওয়ায় পথ হারিয়ে
ডাকে পাখির ছানা।
বর্ষাদিনে মেঠো পথে
থক থক কাদা,
আষাঢ় শ্রাবণ দুই মাস
ঋতু চক্রে বাঁধা।
---------------------
নজমুল ইসলাম খসরু
লাউয়াই, দক্ষিণ সুরমা, সিলেট
No comments:
Post a Comment