কবিতা ।। ভালোবাসার দাগ ।। জয়শ্রী ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। ভালোবাসার দাগ ।। জয়শ্রী ব্যানার্জী

ভালোবাসার দাগ 

জয়শ্রী ব্যানার্জী


 প্রতিবার ঠিক যাবার মুহূর্তে  আবারও নিপুণ মাধুকরী ,
 ভীড় করে  স্মৃতি, হাত ধরে কথা, ঘিরে ধরে মায়া...  মিশিয়ে মাধুরী ! 
 এদের সাথে থাকতে থাকতে কেটে যায় বেলা,
 শূন্য প্ল্যাটফর্ম হতে ফিরে যায় ট্রেন  বহুদূর একলা ! 
 যাওয়া  হয়ে ওঠে না  কিছুতেই আর,
এলোমেলো সব কিছু আবারও  আমার ! 
 ডুবে যাই  ফের  উজানে উজানে ...
 উচাটনে, গহনে,   এক অন্যমনে ! 
 সূর্যের আসা যাওয়ার মত নিয়ম করে,
 ভালোবাসা দাগ কাটে রোজ বুকের ভিতরে ! 

================
জয়শ্রী ব্যানার্জি 
পাল্লা রোড, পূর্ব বর্ধমান।

No comments:

Post a Comment