ছোটোগল্প ।। ভালোবাসার নানা রঙ ।। শিউলী ব্যানার্জী (মুখার্জী) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

ছোটোগল্প ।। ভালোবাসার নানা রঙ ।। শিউলী ব্যানার্জী (মুখার্জী)

ভালোবাসার নানা  রঙ

শিউলী ব্যানার্জী (মুখার্জী )

     

অনিরুদ্ধ আরে দাঁড়া দাঁড়া....অনেক দিন পর দেখা হল  ..এখন কেমন আছিস? ..
বাড়ির সকলের খবর কি? .
চাকরি কোথায় করা হয়?   বিয়ে  করেছিস? ছেলে মেয়ে কটি ? 
 একটানা  অহনা প্রশ্ন করে যেতে লাগলো তার স্কুলের বন্ধু অনিরুদ্ধ কে।
আসলে অনেক দিন পর দেখা তাই সব খবরটুকু একেবারে নিতে চাইলো অহনা । অনিরুদ্ধ অবাক ভাবে অহনা কে দেখছে... কি সুন্দর হলুদ লালে একটি শাড়ি পরেছে অহনা , গায়ে গয়না , মাথায় সিঁদুর, গায়ের রঙটি আরো ফরসা হয়েছে আগের থেকে। আজও অহনার গালে টোল পড়ে যখনই হাসে। অনিরুদ্ধ অহনার কথার উত্তর দেবে, না অহনাকে দেখবে পলক না ফেলে বুঝতে পারে না । একদৃষ্টিতে তাকিয়ে থাকে অহনার দিকে। অহনা বলে উঠে.. হাঁ করে কি দেখছিস। একটা কথার উত্তর দিতে পারিস না। অনিরুদ্ধর এবার যেন  ঘোর কাটলো , সে বলে উঠল বলছি দাঁড়া এতো গুলো প্রশ্নের কি এককথায় উত্তর দেওয়া যায় । শোন আমি ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে , চাকরি সীমান্তে করি, দেশসেবা করবো বলে বিয়েটা আর করিনি। এখন কিছু দিন হোল বাড়িতে এসেছি। দশদিন পরে আবার সীমান্তেই ফিরে যাবো। ও .....বেশ । অনিরুদ্ধ কি ভালো লাগছে তোকে দেখে কি বলবো। অনিরুদ্ধ অহনাকে জিজ্ঞাসা করে তুই ভালো আছিস ..অহনা বলে  হ্যাঁ...  , দশ বছর হোল বিয়ে হয়েছে , ছেলে মেয়ে হয়নি রে ....বর সরকারি  ব্যাঙ্কে ম্যানেজার পদে আছে। শ্বশুর বাড়ি বেশ ধনী। তবে ঐ বরের সাথে বিশেষ  মিল হয়না আসলে ও ছেলে মেয়ে চাই আর আমি তো তা এখনো পূরন করতে পারলাম  না। অহনার মুখটা করুন হয়ে গেল দেখে অনিরুদ্ধ বলে এই অহনা চল ..আইসক্রিম খাবি ..
মনে আছে স্কুলে যখন একসাথে আইসক্রিম কিনতাম তোর টা শেষ হলে আমার টা কেড়ে খেয়ে নিতিস। তুই লাল রঙের কাঠি আইসক্রিম বেশি পছন্দ করতিস আর আমি সাদা। আইসক্রিম টা যখন শেষ হতো তুই জিভটা বার করে বলতিস ...এই অনি দেখ আমার জিভটা মা কালির মতো লাল হয়ে গেছে আর আমি খুব হাসতাম। বলতাম শিব ঠাকুর নেই যে বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবি। তুই তখন রেগে গিয়ে আমার পিঠে কিল মারার জন্য  ছুটতিস। 
সেই তো কি সুন্দর ছিল সেই স্কুলের দিন । আরে ঐ দেখ গল্প না করে চল ঐ আইসক্রিম ঠ্যালা থেকে দুটো আইসক্রিম কিনি চল। সেই লাল আইসক্রিম অহনা নিল আর সাদা অনিরুদ্ধ । দুজনেই খাচ্ছে হঠাৎ অহনা নিজের টা শেষ করে অনির টা কেড়ে মুখে পুরে । দুজনেই হাসছে ......এক নির্ভেজাল  মনের আনন্দে হাসি। দুই বন্ধুর ভালোবাসার গল্প কোথাও যেন তাদের হাসিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে । এত দিনেও ভালোবাসা হারায়নি একটুও ........হয়তো অন্য রূপে বহুদিন পর স্কুলের জীবন পেরিয়ে .....জীবনের মাঝ বয়সে এসে  তা ধরা দিয়েছে এক মুহূর্তের জন্য আইসক্রিম এর রঙের মতো লাল আর সাদাতে।  ভালোবাসার রঙ মনকে রাঙিয়ে যায় তা বয়স মানে না কোনো।।  খাওয়া শেষে 
অহনা  আর অনিরুদ্ধ   আরো দুটো আইসক্রিম নিয়ে  পথে হাঁটতে থাকে নিজেদের গন্তব্যের দিকে যেখানে লাল, সাদাতে ভালোবাসা মিলিয়ে যায় শেষে......।।

No comments:

Post a Comment