দুটি কবিতা ।। মেশকাতুন নাহার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

দুটি কবিতা ।। মেশকাতুন নাহার

দুটি কবিতা ।। মেশকাতুন নাহার 

ভালোবাসার রঙধনু 


ইচ্ছে মতো রঙধনু টা
উঠে আকাশ নীলে,
সাজিয়ে দেয় এই আমাকে 
সাতটি রঙে মিলে।

বর্ষণ শেষে ক্লান্তি ধুয়ে
দেয় সে মুচকি হাসি,
নানান বর্ণে দীপ জ্বালিয়ে 
বলে ভালোবাসি।

ওই মেঘেরা যেই না উড়ে
ঝরে পড়ে ঘাসে,
রঙধনু টা ঠিক তখনই 
চুপিসারে আসে। 

অবাক হয়ে দেখি তারে
মেলে নয়ন দুটি,
ক্ষণিক পরে হৃদয় ভাঙে
নেই যে তাহার ছুটি। 

ইচ্ছে করে বন্দী করি
কত নামেই ডাকি,
তবুও সে হাওয়ায় হারায়
দিয়ে আমায় ফাঁকি।

আসা যাওয়ার মধ্য দিয়ে 
চলে রঙের খেলা, 
আকাশ পানে তাঁরই খুঁজে 
যায় যে আমার বেলা।


রঙিন ঘুড়ি 


রাঙা রবি জাগলো আজি
ঐ যে দূর আকাশে, 
আঁধার রাত্রি দগ্ধ স্মৃতি 
উড়ে গেল শেষে। 

ভোরের ঝিলিক ডাকছে শালিক
সবুজ সোনার বাংলায়,
ভাবনার নীলে স্বপ্ন মিলে
ছন্দেরা ঢোল বাজায়। 

ঝরে যাওয়া পাতা গুলো 
মেলছে নতুন কুঁড়ি, 
মুক্ত হাওয়ায় ঐ যে কিশোর  
হর্ষে উড়ায় ঘুড়ি।

চৈত্রের উত্তাপ খেপা দৌড়ঝাঁপ 
ক্লান্তি শেষে বোশেখ,
নগর জুড়ে ঝড়ের পরে 
রোদ্দুরের অভিষেক। 

ঊষার রাজ্যে দৃঢ় প্রাচ্যে
হাল ধরেছে চাষি, 
দেখে ফসল গাইবে সকল
মুখে নিয়ে হাসি।

===============

প্রভাষক সমাজকর্ম 
কচুয়া সরকারি ডিগ্রি কলেজ 
চাঁদপুর।

No comments:

Post a Comment