ভোর হয়েছে খুকুমণি
বিদ্যুৎ মিশ্র
ভোর হয়েছে খুকুমণি জাগলো সারা পাড়া
ফুল ফুটেছে বাগান জুড়ে হাসছে দ্যাখো তারা।
মৌমাছিরা ভিড় জমিয়ে করছে খেলা এসে
তুমিও ঠিক মিশে যেও ফুল পরীদের দেশে।
দেখবে কেমন সোনালী রোদ ঝরছে পাহাড় বনে
শীতল বাতাস লাগবে গায়ে খুশির পরশ মনে।
ভোরের পাখি তখন থেকে করছে ডাকাডাকি
এবার যদি না ওঠো সব থাকবে পড়ে বাকি।
ভিড় জমেছে গাঁয়ের হাটে দেখতে যাবে যদি
পথের মাঝে মিলবে দেখা ছোট্ট একটা নদী।
সোনালী রোদ নদীর জলে করছে কেমন খেলা
উপচে ওঠে ঢেউগুলো তার ছুঁড়লে নাকি ঢেলা।
আঁকাবাঁকা মেঠো পথে থাকবে শিশির ঝরে
এমন সময় কেমন করে থাকবে তুমি ঘরে।
=============
বিদ্যুৎ মিশ্র
কাশীপুর, পুরুলিয়া।
No comments:
Post a Comment