কবিতা ।। ভ্রান্ত ।। রূপক মৃধা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। ভ্রান্ত ।। রূপক মৃধা

ভ্রান্ত 

রূপক মৃধা 


শেষবার তোমায় দেখা চাঁদের রোদে,
কুয়াশার অলিন্দে থাকা চোখের কাজল গানে |
তোমায় যদি জিজ্ঞেস করি- 'শেষ কবে কেঁদেছো?'
'বলতে পারবে?'
মুগ্ধতার  মৃত্যু অনিবার্য, সাথে আমারও |
রাস্তার ঘোলা জল, সত্যিকারের প্রতিবিম্ব |


নাম ধরে ডাকতে পারলে ভালো হতো সেদিন, 
দেখেছিলাম-
নিয়ন আলোর নিচে বৃষ্টি গুণছিলে |
আমি সামান্য দূরে - বিরক্তিকর কল্পনার পরিসরে |
প্রবল জ্বরের দাবানল, সময়ের নীল রঙ লাল রঙের আঁচড়,
তুমি কবিতাবিলাসিনী |


তোমার সৃষ্টি, তোমার স্বপ্নের ভীড়ে, 
তোমার  ভুল করে ছোঁয়া আমার ধুয়ে যাওয়া ক্যানভাস !

===============

রূপক মৃধা 
সোনারপুর 
কোলকাতা -700150

No comments:

Post a Comment