বিপরীত বসন্ত
মোহিত ব্যাপারী
এ বসন্ত বসন্ত নয়।
ব্যথা আর বেদনার দিনরাত।
এ বসন্ত বসন্ত নয়।
শুধু মন খারাপের নীরব অশ্রুপাত।
এ বসন্ত বসন্ত নয়।
শুধু বিগত বসন্তের স্মৃতির অভিঘাত।
ফুরফুরে বাতাসের চলাচল।
উচাটন মন করে আনচান।
বেহায়া মন বড় চঞ্চল।
এ বসন্ত কোনোভাবেই বসন্ত নয়।
বুকে বাজে ঝরা পাতার মর্মর।
যার ঘরে খাবার নেই
বসন্ত তার দুর্ভিক্ষের ইতিহাস।
মাথার উপরে যার ছাদ নেই
তার কপালে শুধুই চিন্তার ছাপ।
যে মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে
তার সন্তানের মুখে ক্ষুধার আর্তনাদ।
যে মেয়েটি লুট হয়ে গেছে রাস্তায়
তার শরীরে গুটি বসন্তের দাগ।
এ বসন্ত কোনোভাবেই বসন্ত নয়।
এ বসন্ত কোকিলের কন্ঠের গান নয়।
কোকিলের তারস্বরে অসহায় চিৎকার।
কন্ঠের শিরা ফুলে ওঠে তার।
তবু সঙ্গীর সাড়া নাহি পায়।
কন্ঠে তার ঝরে পড়ে একরাশ অভিমান।
==================
মোহিত ব্যাপারী
( MOHIT BAPARI )
VILL - NORTH KANCHDAHA
PO - KANCHDAHA
DIST - NORTH 24 PARGANAS
PIN - 743247
No comments:
Post a Comment