কবিতা || বিষণ্ণ পথের গল্প জুড়ে তুমি নেই || অভিজিৎ হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা || বিষণ্ণ পথের গল্প জুড়ে তুমি নেই || অভিজিৎ হালদার

বিষণ্ণ পথের গল্প জুড়ে তুমি নেই 

অভিজিৎ হালদার 


একটি বিরহের সমান আমার এ পথ চলা,
দিনের পর দিন কেবলই বিষণ্ণতা ভরা,
আকাশেরও নেই এতটা নীরবতা—
যতটা আছে এই হৃদয়ের ভিতরটা।

বিষণ্ণতার আগুনে বিফলতা লেখা,
প্রতিটি স্বপ্নে পুড়ে গেছে নীরব ব্যথা।
ঝরে পড়া পাতার মতো নিঃশব্দ ভালোবাসা,
শুধু হাওয়ার হাহাকারে শুনি তার ভাষা।

আমি জানি— আমাদের আগামী দিন,
নয় সোনালী - নয় আলোর — নয় রঙিন।
ওটা গাছেদের চেয়েও ভয়ঙ্কর হবে,
যেখানে সম্পর্ক কেবল ছায়া খোঁজে।

ঢের বেশি ভয়ঙ্কর, ওই নীল আকাশ,
যেখানে নেই আর কোনো মৃদু আশ্বাস।
তোমার চোখের জল জমে আছে মাটিতে,
আমার প্রতিটা শ্বাস শুধু ব্যথা ছড়ায় হৃদিতে।

রাতের নিঃসঙ্গ চাঁদ আমায় দেখে কাঁদে,
আমার হৃদয়ভাঙা কথা নক্ষত্রেরা জানে।
ভালোবাসার নদী গেছে শুকিয়ে—
ভুলে যাওয়া স্মৃতিগুলো চোখে ঝরেছে দুঃখ নিয়ে।

জীবনের প্রতিটা বাঁকে তুমি হারিয়ে গেছ—
শুধু ছায়া রয়ে গেছে, কথা নেই বেঁচে।
আমার পথ যেন শ্মশানের নীরবতা,
পদে পদে খুঁজি তোমার অস্তিত্বের বার্তা।

ঘুম ভেঙে দেখি, তুমি নেই পাশে, তবুও —
তোমার নামটা শুধু গুঞ্জরিত বাতাসে।
জানি না এই যন্ত্রণা কবে হবে শেষ,
নাকি সারাজীবনই থাকবে এই নিঃশেষ।

তবুও হেঁটে চলি একা— হৃদয়ে চাপা ব্যথা,
প্রতিটি পায়ে বাজে হাহাকারের কথা।
জীবনটা যেন বিষণ্ণ এক দীর্ঘশ্বাস,
যেখানে ভালোবাসা শুধু অস্থির ইতিহাস।

তোমার ছোঁয়ার স্বপ্ন আজও চোখে জ্বলে,
আমি একা হাঁটি, অন্ধকার হৃদয়তলে।
ভয়ঙ্কর আগামী অপেক্ষা করে সামনে,
তবুও পথ চলি, তোমার স্মৃতিকে বুকে আঁকড়ে।
বিষণ্ণ পথের গল্প জুড়ে তুমি নেই 
আমার হৃদয় মাঝে !!

===============

নাম - অভিজিৎ হালদার 
গ্রাম - মোবারকপুর 
জেলা - নদীয়া 


No comments:

Post a Comment