প্রিয়তমা
দেব মাইতি
শায়িত চাদর নয় উজ্জ্বল নক্ষত্রের নিচে
পাহাড়ে দাঁড়িয়ে তোমার কথা মনে পড়ে
পাহাড়ে না এলে দূর আকাশ কাছে হয় না
তুমি নিকটে না এলে আমার এই হৃদয়
তোমায় ভীষণ জানতে গিয়ে আকাশ ভরা
তারা জুঁই বেল বকুলের গন্ধ — আনন্দ! আনন্দ
দোঁহে মধুপে দোঁহের টানে চন্দ্র সূর্য ভূবনে
বহে কাল গাহে গান বৃষ্টিধারা জলধি তরঙ্গে
অনন্তের যাত্রা দীপ জ্বলে মর্মে ধ্বনি ব্রহ্মস্বর
তুমি শস্যভরা জ্যোতির্ময়ী তুমি প্রাণের ঈশ্বর
No comments:
Post a Comment