কবিতা ।। সত্যি ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। সত্যি ।। প্রতীক মিত্র

সত্যি

প্রতীক মিত্র 


বৃষ্টির শব্দে বিস্মৃতির ঘরে সারাদিন।
নাগরিকতার কাদা উঠতে চায় না বোধ থেকে।
সময়ের কাশি মাঝে মাঝে জানান দেয় বাস্তবতার।
বুজে থাকা ঝাপসা চোখে প্রতিশ্রুতিরা এখনো রঙীন।
বারান্দায় অসঙ্গতির বেড়ালের নখে
কোন ইঙ্গিত চকমক করে সমঝোতার?
কিছু উদ্যম জমানো থাকে, 
কিছু প্রতিরোধ যায় জলে ভেসে।
বেসুরো সত্যির কিছুটা শোনা যায় পাখির ডাকে 
কবে কোন মুহুর্ত যেন সার্থকতা পেয়েছিল কাকে ভালোবেসে।

==============
প্রতীক মিত্র 
কোন্নগর








No comments:

Post a Comment