কবিতা ।। শ্রাবণের গান ।। গৌর গোপাল পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। শ্রাবণের গান ।। গৌর গোপাল পাল

শ্রাবণের গান

গৌর গোপাল পাল 


ঝিরিঝিরি ঝরছে শ্রাবণ,
বধুর তরে উতলা মন,
রইতে নারি ঘরে।

ফুঁসছে নদী আপন হারা,
আগল ভাঙ্গে শ্রাবণ ধারা,
মনটা কেমন করে।।

বাড়ি আমার নদীর ধারে, 
সে দুঃখটা বলবো কারে, 
ভাবনা বারো মাস। 

ভাসায় যখন বন্যা এসে ,
ঘরবাড়ি মাঠ যায় ভেসে,
প্রাণ করে হাঁসফাঁস।।

দেয়াল ভাঙ্গে শ্রাবণ ঝাঁটে 
এমনিভাবে সময় কাটে ,
চিন্তাতে হই শেষ!

কি আছে আর করার তবু ,
আছেন শুধু পরম প্রভু, 
এইতো আছি বেশ।।
-----------------------
গৌর গোপাল পাল 
গ্রাম- বাকুল, ডাক- লাভপুর, জেলা- বীরভূম ,৭৩১৩০৩ 

No comments:

Post a Comment