ও আমার দেশ
অমিত দত্ত
বাড়ি থেকে অনেক দূরে
ট্রেঞ্চে আমি বারুদে পুড়ে
চোখটা খোলা রেখে,
মনের কোণে মায়ের হাসি
প্রেয়সী, তাকে ভালোবাসি
লুকিয়ে চিঠি লেখে,
আর হয়তো হবে না দেখা
তোমার আমার জীবন রেখা
মিলবে না এ' তটে;
দেশ আমার অনেক বড়
পারলে তুমি গর্ব করো
বাঁধিয়ে রেখো পটে,
দোহাই তোমার কেঁদো না আর
আসছে জনম ফিরব আবার
বাহু মেলে রাখো,
রক্তে ভেজা ইউনিফর্ম
শান্তি বেশি, কষ্ট কম
জড়িয়ে ধ'রে থাকো।।
=============
Amit Dutta
48/112, Leninnagar
P.O Garulia, 24 Pgs(N)
Pin 743133
No comments:
Post a Comment