কবিতা ।। ও আমার দেশ ।। অমিত দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। ও আমার দেশ ।। অমিত দত্ত

ও আমার দেশ 

অমিত দত্ত 


বাড়ি থেকে অনেক দূরে
ট্রেঞ্চে আমি বারুদে পুড়ে 
চোখটা খোলা রেখে,
মনের কোণে মায়ের হাসি 
প্রেয়সী, তাকে ভালোবাসি 
লুকিয়ে চিঠি লেখে,
আর হয়তো হবে না দেখা
তোমার আমার জীবন রেখা
মিলবে না এ' তটে;
দেশ আমার অনেক বড়
পারলে তুমি গর্ব করো 
বাঁধিয়ে রেখো পটে, 
দোহাই তোমার কেঁদো না আর
আসছে জনম ফিরব আবার 
বাহু মেলে রাখো,
রক্তে ভেজা ইউনিফর্ম 
শান্তি বেশি, কষ্ট কম
জড়িয়ে ধ'রে থাকো।।

=============
           
                   Amit Dutta 
                  48/112, Leninnagar 
                  P.O Garulia, 24 Pgs(N)
                   Pin 743133

No comments:

Post a Comment