হেমলকের বিষ
বদরুল বোরহান
কারও কাছে আমি যেন
হেমলকের-ই বিষ,
তার জন্যে আমার কেবল
থাকলো শুভাশিস।
সবাই আমায় মন্দ ভাবুক
নেই কোনও আফসোস,
নিজকে নিজে ভাবতে থাকি
আমি নন্দ ঘোষ।
তাতে সবাই থাকলে খুশি
সেটাই আমার সুখ,
কার কী তাতে? যতই আমার
কষ্টে ফাটুক বুক!
---------------
বদরুল বোরহান
জাপান গার্ডেন সিটি
আদাবর, মোহাম্মদপুর
ঢাকা-১২০৭, বাংলাদেশ
No comments:
Post a Comment