বিশ্বাস
বিবেক পাল
প্রখর দাবদাহ------
গাছের পাতা নুইয়ে আছে
বাতাসে লু ; শুনশান পথঘাট ।
এই আষাঢ়ে------
মেঘহীন ঝলমলে নীলাকাশ
সূর্য স্নানে ধরিত্রী ঋতুমতী !
বাষ্পীভবন হয় না কংক্রিটের জঙ্গলে
রাতে জানালা খুলে দিই
নেই কাঙ্খিত বাতাস আর শীতল চাঁদ ।
ঘর-শীতল যন্ত্রের প্রশ্বাসে
ঘরের বাইরে বাতাস হালকা হয়----
'সমুদ্র বায়ু' ধেয়ে আসে; পাখিরা ঘুমায় !
বৃষ্টির প্রত্যাশা নিয়ে আমি জেগে থাকি ।
--------------------------------
No comments:
Post a Comment