কবিতা ।। শহুরে ।I আলাপন রায় চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। শহুরে ।I আলাপন রায় চৌধুরী

শহুরে 

আলাপন রায় চৌধুরী 


ঝোড়ো হওয়াটা আপাতত নেইI 
গাড়ির মাথায় ভেজা পাতা পড়ে; 
আর পড়ে পাখীর গুI শালিক কি? 
বৃষ্টির জলে সেটা ছড়িয়ে পড়ছেI 
জল জমে চেনা রাস্তা এখন খাল! 
তাতে ভেসে আছে দুনিয়ার বর্জ্যI 
শহরজুড়ে ভিজে লাইট-পোস্ট; 
শক খাওয়ার সম্ভাবনা কম নয়I 

কোথাও কাদার মধ্যে প্লাস্টিক; 
কোথাও প্লাস্টিকের মধ্যে কাদা! 
প্লাস্টিকে ঢাকা বাজার, 
মালপত্র ও মানুষজনI 
প্লাস্টিকের ভেতরে পচা খাবারের 
গন্ধটা ছড়িয়ে পড়ছে চারিদিকেI 
গাছের ডালে উড়ে এসে জুড়ে বসা প্লাষ্টিকI 
দেখে বারুইপুরের পেয়ারার মতোই লাগছে! 

মেঘ ঝুলে আছে; আবার বৃষ্টি আসবে! 
বহুকাল পর সেই চেনা গানটা শোনায় 
গানের লাইন আর ছন্দ মনে পড়ে গেলI 
পোস্টার দেখেই সিনেমা বোঝার চেষ্টা? 
গজিয়ে-ওঠা ইনফ্লুয়েন্সর-এর আস্ফালন! 
এর মাঝে রীল-টাই হারিয়ে ফেললাম, যাহ! 

=====================
নাম: আলাপন রায় চৌধুরী। 
ঠিকানা: দমদম, কলকাতা- ৭০০০৬৫। 


No comments:

Post a Comment