বৃষ্টি ছুঁয়ে শরীর করি ঠাণ্ডা
রানা জামান
চৈত্র মাসের প্রখর রোদে
সিদ্ধ ছিলো জান্ডা,
হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে
শরীর করি ঠাণ্ডা।
বর্ষার সময় বৃষ্টি পড়ার
টাপুরটুপুর শব্দ,
উড়নচণ্ডী এই আমাকে
করে দারুণ জব্দ।
কাজের পাহাড় বাঁয়ে রেখে
বৃষ্টির শব্দ শুনে,
মায়ের কোলে থাকায় বছর
যাচ্ছি বিন্দাস গুণে।
No comments:
Post a Comment