বৃষ্টি পড়ে
বি এম মিজানুর রহমান
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
বর্ষাকালে ভাই রে,
থেমে থেমে হচ্ছে বৃষ্টি
বিরাম যেন নাই রে।
বৃষ্টি পড়ে রিমিঝিমি
সকাল দুপুর রাতে,
এমন দিনে রাখে সবাই
ছাতা খানি হাতে।
বৃষ্টি পড়ে মুষলধারে
আষাঢ় শ্রাবণ মাসে,
এমন সময় কদম কেয়া
মিষ্টি করে হাসে।
বৃষ্টি ঝরে নয়ন জুড়ে
বুকে যাদের কষ্ট,
বারেবারে আশাহত
করে জীবন নষ্ট।
বৃষ্টি পড়ে খোদার রহম
নানান বিপদ নাশে,
বৃষ্টি পেয়ে ফুল পাখি আর
বৃষ্টিপ্রেমী হাসে।
==================
বি এম মিজানুর রহমান
ঠিকানাঃ কোটাকোল, লোহাগড়া, নড়াইল।
No comments:
Post a Comment