বৃষ্টি ভেজা শ্রাবণ
এইচ.এম.জুনাইদুল ইসলাম
শ্রাবণ এসেছে ফিরে, ঘন কালো মেঘে,
আকাশের বুক জুড়ে বিজলির রেগে।
ঝরঝর বারি ঝরে, অবিরাম ধারায়,
ধরণী মেতে ওঠে, নবীন কায়ায়।
সবুজের আলপনা মাঠে আর ঘাটে,
কদম ফুটেছে আজ, পথের যে বাটে।
ক্লান্ত তাপ দূর হয়, শীতল পরশে,
প্রকৃতি হাসে যেন, নবীন হরষে।
ডালে ডালে কোকিলের কুহু কুহু ডাক,
ভেজা ভেজা বাতাসে, মন করে ফাক।
নদীর কল্লোল শুনি, ঢেউয়ের সে খেলা,
ভেসে যায় ভেলা কত, কাটে দুপুর বেলা।
আঁধার নামে যখন, নামে বৃষ্টি ভেজা রাত,
জোনাকির আলো জ্বলে, ধরে রাখি হাত।
পুরনো দিনের স্মৃতি, মন ছুঁয়ে যায়,
শ্রাবণেরই গল্প বুনি, নবীন আশায়।
এলোমেলো স্বপ্নরা, মেঘেদের কোলে,
পুলকিত প্রাণে বাজে, শ্রাবণের দোলে।
নতুন জীবন যেন, নতুন সে গান,
সিক্ত এ ধরাতলে, জুড়াবেই প্রাণ।
===============
এইচ.এম.জুনাইদুল ইসলাম
পেকুয়া, কক্সবাজার
No comments:
Post a Comment