ব্যবচ্ছিন্ন শরীর
কৌশিক চক্রবর্ত্তী
শহরের বুকে
বেঁচে আছে কয়েকটা তিল—
শেষবার উপনিবেশের খবর
লুকিয়ে গেছিলাম তোমায়...
তখন তোমার বাঁ হাতে ছিল না ঘড়ি—
সাহস বেড়েছে খুব
নিজের শরীরে ছুঁড়েছো লাঙ্গল...
যার লুফে নেওয়ার কথা ছিল
সে এখন প্রতিদিন
নির্বিঘ্ন রাতের অপেক্ষা করে—
আর সেই নির্ঝঞ্ঝাট ঘরে
আমার একলা বাসস্থান—
তুমি কি খোঁজখবর রাখো আর?
নাকি সেই ঘটনাবহুল রাতে
শুধুমাত্র রোমকূপ গুনে রাখো আমার?
কৌশিক চক্রবর্ত্তী
কোন্নগর, হুগলি
No comments:
Post a Comment