কবিতা ।। ড্রেস ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। ড্রেস ।। মাথুর দাস

ড্রেস

মাথুর দাস


সুখের জন্যে ড্রেস লাগে না,

লজ্জা ঢাকো ড্রেসে ।

উগ্র সাজে কোন্ দুঃখ ঢাকো

অহং ভালোবেসে ?


কম কালো দিন জীবন জুড়ে ?

জমকালো ড্রেস বেশ !

আলোয় আলো আনতে গিয়ে

থমকালো শেষমেশ ।



*******************************

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

*******************************

No comments:

Post a Comment