ফণীমনসা
বিবেকানন্দ নস্কর
লোমকূপে কাঁটা
কাঁটাতে রক্তাত মরীচিকা
শরীর দুভাগ করে দেখ
শুধু পাপ আর ঘৃণা।
সেই কবে তেঁতুল পাতা মুখে
অম্ল মধুর প্রেম,
টোকো বিরহ আর লুকোচুরি সুখ
এঁকেছে গার্হস্থ্যের উচ্ছিষ্ট মুখ !
পাতার উপর বিষাক্ত আঁচড়
কার নখ, কার দাঁত
কপাল লিখনে ক্ষত
থরে থরে সাজানো হতাশার দাগ।
বিষধর নাম, নীলকন্ঠ শ্বাস
গাছালি গরল জীবন
তৃষ্ণার্ত প্রান্তরে যাপনের লিপি
পোড়ারমুখী জনম।
==============
বিবেকানন্দ নস্কর
সন্তোষ পুর
ফলতা
দ:২৪ পরগনা
No comments:
Post a Comment