কবিতা ।। জাগো মাষ্টারদা-রা ।। সুমিতা চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। জাগো মাষ্টারদা-রা ।। সুমিতা চৌধুরী

জাগো মাষ্টারদা-রা 

সুমিতা চৌধুরী


সমাজের শিক্ষার মেরুদন্ডটা নিলামে উঠেছে,
 বরুণ বিশ্বাস-দের জন্ম ভীষণ জরুরী।
হায়নাদের কামুক মুখে ঝরছে শুধুই লালারস,
সমাজ চাইছে বেশ কিছু মাষ্টারদার অবিরাম টহলদারি।

দিকে দিকে স্কুলছুটের বাড়ছে বহর,
জাগো বরুণ বিশ্বাস-রা বেঁটে দাও ফের খাতা পেন।
জনপদ ফের ডুবছে অত্যাচারের আঁধারে,
ভেঙে দাও শ্বাপদদের যতো অভয়ের ডেন। 

বাংলার সূর্য আজ অস্তগামী,
দিনের গায়ে লেগেছে রাতের কালি!
জন্ম নাও ফের বরুণ বিশ্বাস-রা,
প্রতিরোধের নিশান তুলে, অন্ধকার মোছো সকলই।

শুধু একটি দিনের স্মরণে নয়
বরুণ বিশ্বাস বাঁচুক বুকের মশালে,
প্রতিদিনের সব অন্যায়ের প্রতিরোধে
জন্ম হোক মাষ্টারদার, প্রতিটি প্রতিবাদীর শক্ত চোয়ালে। 

প্রতি ঘরে, প্রতি মনে, বরুণ বিশ্বাস বাঁধুক বাসা
লড়াইয়ের ঘাম রক্ত সিঁচে,
প্রতি কণ্ঠে উঠুক সোচ্চারে শপথ,
 এবার অপরাধীরা দফন হবে এ বাংলা মায়ের বলিষ্ঠ সিংহাসনের নীচে।।

-----------------------


Sumita Choudhury 
Liluah , Howrah 




No comments:

Post a Comment