অসহায় জামাই
রাফেল ইসলাম
পাঁচিলের উপরে কে ?
নীরব মাঝ রাতে,
চোর... চোর... চোর...
ঝাঁপ দিলো ওপারেতে।
এই তোরা ওঠ্
চেঁচিয়ে বললো গৃহকর্ত্রী,
সকল উঠতেই, ধর চোরকে
ধমক দিয়ে আর্তি।
মেয়েরা লাঠি নিয়ে
মায়ের হাতে খেঁটে,
বেটাকে ধরতেই হবে
আয়রে এখন জুটে।
পালাতে না পারে
গিন্নি কয় রেগে,
সাহস হয় কার ?
রোজ থাকি জেগে !
আমার বাড়িতে চুরি
এত স্পর্ধা তোর ?
জানিস না'রে তুই
নেই'রে ভয়ডর মোর।
ওরা আসছে তেড়ে
চোর ভয়ে দৌড়,
ক্লান্ত হয়ে পড়ে
রাস্তায় ইটের উপর।
ছুটে হাতটি ধরে
মার হলো শুরু,
বেধড়ক লাঠির ঘা
আমি তোর গুরু !
আমার থেকে রেহাই
পাবি না'রে তুই,
কে বাঁচাবে তোকে ?
বলিষ্ঠ আসুক যতই।
আমাকে মেরো না
জ্বলন হচ্ছে গায়,
স্বপ্না... মা... থামো
মরি বুঝি হায়।
হতভাগা স্বামী তোমার
অসহায় প্রিয় " বুলু ",
শালী শ্বাশুড়ীর মারেতে
হলাম দিব্বি আলু।
হঠাৎ, মুখটি দেখে চমকে
বউ শ্বাশুড়ী কয়,
একি সর্বনাশ হলো
বাড়ির জামাই, হায় !
তোরা ধরে তোল
ওঠো মোর জামাই,
বাবা, " সুরজিৎ " চলো
দেবো তোমাকে দাবাই।।
================
নাম-রাফেল ইসলাম।
গ্রাম-বাগান বেড়িয়া(বিড়লাপুর)।
পোস্ট-চককাশিপুর।
থানা-নোদাখালি।
জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা।
পিন নম্বর-৭৪৩৩১৮.
No comments:
Post a Comment