কেয়া পাতার নৌকো
লালন চাঁদ
আকাশে থরে থরে সাজানো মেঘ
পূবালী ঝড়
ছাদের কার্নিশে ক'টা চুড়ুই দিনরাত ব্যস্ত
বাসা পাল্টায়।
বৃষ্টি নামে
রোদ গলে গলে পড়ে উঠোনে বারান্দায়
ভিজে যায় শ্রাবণ
গ্রহনের বেলা।
ফুলডুংরি মাঠ জলে থৈ থৈ
বিষ্টপুরের সমাবেশ ভেঙে গেছে তখনই
তবু গর্জায় কমরেডস
শাওণ জোছনা।
তোমাকে চেয়েছিলাম ঝিলম
এসো দুজনে হেঁটে হেঁটে পেরিয়ে যাই ফুলডুংরি
জলে ভিজুক পা
আমাদের ঈশ্বর।
শ্রাবণ ভাসাও বুক। কেয়া পাতার নৌকো।
----------------------------------------
লালন চাঁদ
গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।
-----------------------------------------
No comments:
Post a Comment