খনন
অর্ণব সামন্ত
খুঁড়ে চলি খুঁড়ে চলি আলো যদি পাই অন্ধকার
কন্ট্রাস্ট না হলে ছবি , চলচ্ছবি নাকি ফোটেই না
কতটা রসদ , অনুপ্রেরণা , আবেগ থাকলে তবেই
কুঁড়ি কুসুম হয় , ঝাঁকে ঝাঁকে মাছ ছোটে মারিয়ানা খাতে
বাইসন উদ্যত হয় আদিম গুহায় , সমুদ্রের ঢেউ ঢেউ
মন্থনে মন্থনে অমৃত গরল মিশে একাকার একাত্মতায়
নীলকন্ঠ হয়ে দ্রাঘিমা সমস্ত ধারণ করে , যদিও নীলকন্ঠ
বিসর্জনের বাদ্যি শুনে ডিগবাজি খায় গোধূলির রেমব্রান্ট
আগ্নেয়শিলাও আগুন হয়ে কাঁপায় চতুর্দিক অস্তিত্বের সংকটকালে
বিদ্যুচ্চমকে বিদ্যুচ্চমকে ভেঙে যাওয়া আমিগুলো তুমিগুলো
নির্জন ছাদ খোঁজে কিংবা অন্তরীণ স্বাধীনতা
ঘুরে আসো মূলস্রোতে আর কতদিন ছিন্নভিন্ন দ্যাখাবে
বেজে ওঠো তিলক কামোদ, ইনহিবিশনমুক্ত ঢেউদের গান
************************
ARNAB SAMANTA
Gorkhara , Langalpara
Near Milan Sangha Field
P.O. + P.S. -- SONARPUR
SOUTH 24 Pgs
Kol - 150
Pin - 700150
***********************
No comments:
Post a Comment