আমার সময় হলো সমুদ্রপথে রওনা হবার
(মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের প্রয়াণে)
মণীন্দ্রনাথ বাগ
বিশাল ছাতি, তবে
ছত্রিশ ইঞ্চির নয়--অবশ্যই নয়,
মনেহয় তার থেকেও কিছুটা বেশি...
ওরে আমায় ছেড়ে দে,অমনকরে
যাপটে আমায় ধরিস নে...
গাছটাকে পাঁজা করে ধরার বৃথাই চেষ্টা।
ওযে মহীরুহ।পাতা গুলোর পরিধি
সাহস করিনি মাপার।চেষ্টা করাই অপচেষ্টা।
বরং ওর শিকড়ের কাছে ছায়ায় একটু বিশ্রাম...
সেটাই ভালো।আমি পথের পথিক বৈতো কিছু না।
মশমশ করে শুকনোপাতার গায়ে পা ফেলে চলেছেন
বেশ কিছু সংস্কৃতিজন,ঘর্মাক্ত ভিনদেশি,অস্ফূট স্বরে কেউ একজন বলে চলেছেন, সারাটাদিনে পথচলার ধকলে "ক্লান্ত মম কান্তি।"তন্দ্রা প্রচ্ছায়া পাতছে সমুখে।
অস্বীকার করি না ,
"আমি সে অর্থে তুখোড় রাজনীতিবিদ নই...
পিছিয়ে পড়া অঞ্চলের,মানুষের আর্থিক দৈন্যতা
আমায় কশাঘাত করেছে বারংবার...এঁদের
যথাসম্ভব অন্ন- বস্ত্র- বাসস্থান প্রাপ্তির অধিকার দেবার কথা,আমার পারিষদের মাঝে ব্যক্ত করেছি।
পারলাম না...এ আমার চরম ব্যর্থতা...তার দহনে
আমার সময়,কারণে অকারণে দগ্ধ হয়েছে।
ভুল-ত্রুটির ঊর্ধ্বে আমি যেতে পারিনি!
বুকভরা আফসোস রয়েই গেল বুকে।
যাবতীয় স্বপ্ন আমাদের,এখানের মাটিতে
ডানাছাঁটা হয়ে পড়ে আছে,পাপিষ্ঠরা--দলে দলে
লুটে নিল এ মাটির নিশ্বাস।কেন যে এমনটি হলো!!
অদূর ভবিষ্যতে কেউ হয়তো
লিখবে. পিছু হটার ইতিহাস।
কঠিন সত্য উপলব্ধ হবে যেদিন,তার অনুরণন শোনার
মতো উপযুক্ত সময় আমার হাতে একটুয়ো নেই,হেতুটাই
এই,আমার যে সময় হল এবার সমুদ্রপথে রওনা হবার...."
শোকস্তব্ধ,আকাশ বাতাস আর কিছুটা সময়।
বিশাল ছাতি, তবে ছত্রিশ ইঞ্চির নয়----
অবশ্যই , মনেহয়,তার থেকেও কিছুটা বেশি
চলে গেলেন, মানবদরদী জনসেবক,
স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য (প্রাক্তন মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গ.)
❄❄❄❄
মণীন্দ্রনাথ বাগ। প্রাক্তন শিক্ষক।
163/4,Kotrung Dharmatala Lane
Po.Hindmotor
Dt. Hooghly. Pin 712233
State: West-Bengal
No comments:
Post a Comment