ম্যাসাঞ্জোর
সাইফুল ইসলাম
এদিক পাহাড় ও দিক পাহাড়
মাঝে জমা জল
পাথর মাটি গাছে ঢাকা
মনে হয় জঙ্গল।
ধোয়াই ঢাকা আকাশখানি
হলো বুঝি ভোর
আদিবাসীর বসতবাটি
এ যে ম্যাসাঞ্জোর।
দুই প্রান্তে দুটি পাহাড়
মাঝে বিশাল বাঁধ
কে যে বড় কে যে ছোট
মিলিয়ে দেখি কাঁধ।
হাজার লোকের আনাগোনা
কেউ পাহাড় কেউ জলে
নিচ্ছে মজা, মোটর বোটে
রাত কেটে দিন হলে।
-----------------------
সাইফুল ইসলাম
গ্রাম বর্ধন পাড়া,
ডাকঘর -পঞ্চহর
জেলা -বীরভূম
পিন -৭৩১২২১
No comments:
Post a Comment