মেঘের কাছে চিঠি
অপু বড়ুয়া
মেঘ কিশোরী কন্যারে তুই
মেঘ কিশোরী কন্যা
টাঙিয়ে টানা জরের সিঁড়ি
নামাসনে আর বন্যা।
দোহাই এবার কান্না থামা
রৌদ্রে ভরা দিনকে নামা
তোর বুঝি না মতিগতি
তুই ঘটালি দারুণ ক্ষতি।
ঘর ভাসালি দোর ভাসালি
ক্ষেতের ফসল তাও ডুবালি।
তাই আকাশের নামে
মেঘের কাছে লিখছি চিঠি
কান্না যেন থামে।
-------------------------------
অপু বড়ুয়া
সহকারী প্রকৌশলৗ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
No comments:
Post a Comment