কবিতা ।। মেঘমুক্তি ।। বন্দনা পাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। মেঘমুক্তি ।। বন্দনা পাত্র

মেঘমুক্তি 

বন্দনা পাত্র 


এই আষাঢ়ের শেষ সময়ে মোহিনী এক মেঘ
 শ্রাবণ আনে মুষলধারায় এমনই তার বেগ...!
একদৃষ্টে আকাশ দেখে ধরিত্রীর এই জল...
তার বুকেতেই জমেছিল কঠিন পানিফল...

মুক্ত হল গগন থেকে রাত আর দুপুর বিকেল
মেঘগুলো সব ডানা দিয়ে ঝাপটে দিল জল
কেমন করে বৃষ্টি হল সব ঐ আকাশের ছল্...
আর এই দুটো দিন আষাঢ়ের এক ঢল্....

শ্রাবণের পয়লা থেকে ঝিরঝির মেঘের মুক্তি
আষাঢ়ের প্রথম দেখা,প্রথম কথা সে এক রতি
সখাদের পুকুর ধারে রাজহাঁসটা গুগলি খোঁজে
শ্রাবণের জানলা দিয়ে কাজল সাজে
উঁকি দিয়ে
মেঘ দেখছে কে...?

মায়ার জালে বন্দীমেঘও টুপ্ টুপ্ বৃষ্টি পড়ে
 গুড়্ গুড়্ আকাশ ডাকে "মেঘদূত" এই খবরে
চমকে উঠে আষাঢ়ের কথাগুলো শ্রাবণ মাসে
আরো বৃষ্টি,আরো ঝড়,আরও বিদ্যুতের আশে
সাজতে থাকে যাবে বলে যক্ষ কাছে....।

পৃথিবীর কোণে কোণে মেঘের দূত বার্তা পাঠালো
মুক্ত হয়েছ মোহিনী মেঘ
ঝরো তুমি ধরার উপর তুফান তোলো...।




No comments:

Post a Comment