মরুভূমি
বিপ্লব নসিপুরী
আকাশে ফুলে ওঠা পাউরুটি মেঘ
নিমেষে করে নিয়েছে জায়গা বদল।
ঘাসহীন বাথানে গোরুর পাল
বুভুক্ষু আদুল ছেলের দল
রক্তরা ভীড় বাড়াচ্ছে মস্তিষ্কে
খররোদ পিচগলা অন্তর বাড়াচ্ছে বিস্তার
কাঁটা ঝোপ একমাত্র সবুজের তালিকায়
খুড়গুলো পাল্টে যাচ্ছে অভিযোজনের হাত ধরে
পাল্টে যাচ্ছে দাঁত,লোম, জিভ
উঁকি দিচ্ছে পিঠে পুরু চামড়ার আস্তরণ
একদা সরস স্রোতস্বিনী আজ শুষ্ক বালিময়।
পাল্টে যাচ্ছে সব পালটানো প্রকৃতির বিছানার কোলে
পাল্টায়নি মানুষ আদিম প্রবৃত্তি বলে
গোটা মরুভূমি আজ মানুষেরই অঙ্গুলিলেহনে।
=============
বিপ্লব নসিপুরী
গ্রাম পোস্ট শীতলগ্রাম
জেলা-বীরভূম
পিন-৭৩১২৩৭
No comments:
Post a Comment