নেতা
সুশান্ত সেন
চলন বলন আজব'তর নানান রকম কেতা।
হয় কে তিনি নয় করেছেন মনটা বেজায় শক্ত
সরল লোকের যম সেজেছেন দুষ্টের অনুরক্ত,
কুকথাতে সিদ্ধহস্ত ভাবেন - কেমন করে
নির্বাচনে জিততে হবে ! থাকেন তারই ঘোরে !!
বগলাহাটের মোড়ে যদি দোকান দিতে চাও
তাঁরই হাতে গুজতে হবে টাকার থলিটাও,
সুস্থ নাগরিকের ভাষা বদলায় তার হাতে
এই শতকের বার্তা আসে অমাবস্যার রাতে।
----------------
সুশান্ত সেন
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০
No comments:
Post a Comment