কবিতা ।। প্রগতির পথে ।। উৎপল হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। প্রগতির পথে ।। উৎপল হালদার

প্রগতির পথে 

উৎপল হালদার 


দূর কর মনের কালিমা 
        চলুক প্রাণের কলরব --
মিছে ভেদাভেদ ত্যাজ সবে
        আজিকে হোক মহোৎসব। 
সাম্যের গানে মেলাও কন্ঠ
        বিশ্ব বুঝি হয়েছে চঞ্চল --
নতুন বারতা এসেছে ঐ
        প্রাণ স্পন্দনে হও উচ্ছল । 
মানবতায় বিশ্বাসী হয়ে
        সাম্যের মন্ত্র করগো দান--
হও মর্ত্যের নির্মল প্রাণ
        ভোল সংশয় অভিমান। 
মুছে দাও বেদনার অশ্রু,
        ত্রাসের মিথ্যা সিংহনাদ-
মাদকের রসে মদালস
        রুঢ় তাড়নার আর্তনাদ।
শিহরিয়া অশুভ শঙ্কায়
        বুকেতে দুর্ভাবনার শ্বাস --
রুদ্ধ ব্যথার বিহ্বল সুরে
        বাজে হেথা দারুণ ত্রাস।
মৃত্যু মলিন যত দুর্দিন
        আর যত বেদনার বীথি
ঘোচাও সকল মলিনতা 
        হোক তসবি-তিলকে প্রীতি।
হেথায় মিলিবে অগ্নিহোত্রী
        আন যত পূজা-উপচার--
নতুন স্বর্গ হোক রচনা 
        ক্রোধ ঘৃণা দ্বন্দ্ব নয় আর। 
নাস্তিক বিধাতার উদার
        প্রেম নিয়ে নব চেতনায় --
এস বন্ধু রাখো হাতে হাত
        শুভ মিলনের প্রত্যাশায়।
এস পুরোহিত ও মৌলবী
        সুফি-দরবেশ-সনাতন--
হৃদয়ের দান প্রতিদানে
        একাকার নূর-নারায়ণ।
পাপের নেশায় মত্ত এই
        দুর্বৃত্তদের জগৎটাকে
আর সর্বনাশা নাগস্পৃশা
        অন্ধকারের বিপথটাকে
নতুন করে গড়তে হবে, 
        গড়তে হবে জগৎটাকে।
ধোলাই কর চাঁদির লোভে 
        মজে যাওয়া মগজটাকে।
বেদনা-ব্যথিত মুখ যত
        আছে তোমাদের চারিপাশে 
প্রেমের বন্ধনে সুনিবিড় 
        বন্ধন করগো স্নেহবশে।
এস হে অমৃতের সন্তান 
        আন গো বিজুলির আলোক-
বেদনা-মুর্চ্ছিত ধরণীতে
        জেগে উঠুক এ বিশ্বলোক।

No comments:

Post a Comment