কবিতা ।। প্রতিধ্বনি রাবীন্দ্রিক ।। চৈতন্য দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। প্রতিধ্বনি রাবীন্দ্রিক ।। চৈতন্য দাশ

প্রতিধ্বনি রাবীন্দ্রিক

   চৈতন্য দাশ 


বাইশে শ্রাবণ আসে, যায়—

Not in mourning, but in remembering.

রবীন্দ্রনাথ চলে যান, অথচ রয়ে যান 

প্রতিটি ভোরের শিরা-উপশিরায়, 

যে ভোর আজও শব্দ খোঁজে…

শব্দ-বাক্যে বিনির্মাণ করবে আরেকটি গীতাঞ্জলি 

গীতবিতান, গীতিমাল্য কিম্বা আগামীর গীতিকা…


কোনো খুশির গান বাজলো না আজ 

শুধু—

'শাঙন গগনে ঘোর ঘনঘটা নিশীথ

 যামিনী রে…' কে যেন কানে কানে বলে গেল।


তাঁর লেখা গান, ছড়া, কবিতা, গল্প…

সেসব কিছুই নয় 

তাঁর না-বলা কথাগুলোই কেবল শব্দ হয়ে 

ফিরছে আজ।


তাঁর 'আত্মা' এখন শুধু পরলোকের

মেঘ-কুয়াশায় ভাসমান নয় 

 আমাদের আত্মায় আত্তীকরণ ঘটেছে…

আমরা মুছে ফেললেও থেকে যায়।


আজ বাইশে শ্রাবণ, আমি চুপ করে আছি—

শুধু আজ, আজকের দিনটা শব্দের চেয়েও 

গভীর নৈঃশব্দ্যের উচ্চারণে 

যেন রাবীন্দ্রিক প্রতিধ্বনি!


=================

চৈতন্য দাশ, সাহিত্যনীড়, ধুবুলিয়া 1/4 নং গ্রুপ, জেলা: নদিয়া, পোস্টাপিস: টিবি হাসপাতাল,

পিনকোড; 741140, 




No comments:

Post a Comment