প্রতিশ্রুতির অন্তরালে
সফিউল মল্লিক
হিয়ার মাঝে জৌলুসের অট্টহাসির অন্তঃসার লুকিয়ে আছে
এক অদ্ভুত গভীর ক্লেশিত ক্লান্তির শান্তিতে।
দৃষ্টির প্রান্তে জমে থাকে অলৌকিক অনিয়মিত নীরব বেমানান অভিমান এখন।
আত্মার গহনের প্রতিদ্বারে অবিরত কিলবিল করছে বহু অপূর্ণতা মৃত্যুকাহন।
বিস্তর সঙ্গোপনে বিলীন হওয়া স্বপ্নের দাঁড়ি পাল্লার করুণ গুঞ্জন বর্তমান।
শুধু তোমার ছোঁয়ায় প্রেমের অনুরাগের অনুভূতি স্পর্শ করে...
শুকনো নদীতে জীবন্ত বেপরোয়া তরী ভাসিয়েছি মোহনার ঠিক কাছে এসেই...
আপন হৃদয়কে ভালোবাসতে
আকুতি হতে হয় চিরকাল...
কিন্তু, সে ভালোবাসা যেন আংশিকভাবে ভেঙে উঠে,
এক নির্বাক নিঃসঙ্গ প্রতিধ্বনির ছবি আঁকে দীর্ঘদিন ধরে।
যখন যন্ত্রণার মধ্যে আশার অনুভূতির বিনাশ ঘটে, ঠিক তখনই জ্বলে উঠে অশান্ত নষ্ট শরীর
তবে পুরোপুরি ভালো থাকা যায় কি?
অনেকেই আমরা মরে বেঁচে আছি দৃষ্টি লোকের নিবিড় অন্তরে।
শুধুমাত্র প্রকৃতির একটা বিধান মানতে বাধ্য সান্নিধ্যে,
আমাদের বিচিত্র জীবনের মানচিত্রে রঙিন স্বপ্নের বিলুপ্তি ঘটে অসহ্য বেদনার ফলে।
সুপ্রাচীন দিনে মনের দেওয়ালে মৃত্যুর ঘন্টা বেজেই চলেছে ...
কোন একসময় প্রাণের কারনাউ কবুতর উড়ে গেল নীল গগনের অভিসারে...
আমি নামক অধ্যায়ের সমাপ্তি ঘটবে পুনরায়
মায়ার "প্রতিশ্রুতির অন্তরালে...
================
সফিউল মল্লিক
গ্রাম:-জগৎবল্লভপুর
পোস্ট: -মায়াপুর
থানা:-বজবজ
জেলা:-দক্ষিণ চব্বিশ পরগনা
পিন নম্বর:-৭৪৩৩১৮.
No comments:
Post a Comment