কবিতা ।। রথযাত্রা ।। অঙ্কিতা পাল (বিশ্বাস ) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। রথযাত্রা ।। অঙ্কিতা পাল (বিশ্বাস )


রথযাত্রা 

অঙ্কিতা পাল (বিশ্বাস )


আষাঢ় মাস ,
সারাদিন টিপটপ টিপটপ
অবিশ্রান্ত জলকণা ;
পরে - ই  চলেছে........
প্রকৃতি মায়ের মুখ ভার
কেন জানি না ?
নীল আকাশ যেন -
কালো ছাতায় মোড়া।
সূর্যি মামার দেখা নাই,

দূরের ওই কদম গাছ টা
হাওয়ায় দুলছে......
আহা! কি অপরূপ
ওই বৃষ্টি ভেজা  ফুলের শোভা।।

আজ রথ  -
জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি,
সাথে সুভদ্রা ও বলরাম।

শৈশবে আমাদের রথখানি ও
খুব সুন্দর করে সাজানো হতো ;
দুই ভাই বোনে মিলে মামার বাড়ি যেতাম।
হারিয়েছে ছেলেবেলা ;
হারিয়েছে কতো স্মৃতি।।

আজ শিশু গণ
দূরভাষের অন্তরালে বন্দি।।

চলেছি মা মেয়ে দুজনাতে -
বাজারে জনপ্লাবন
          রথ আসবে।

যথারীতি আঁধার আসে নেমে,
এক কর্কশ সুরের ঝংকার কানে বাজে ;
ঐ যে বড় রথটা আসছে.........
এক সমুদ্র লোকের মাঝে,
রংবেরঙের আলো জ্বালিয়ে
ঝনঝন করতে করতে ;
             রথ চলেছে............


=================

অঙ্কিতা পাল (বিশ্বাস )
ভাঙ্গড় দক্ষিণ চব্বিশ পরগনা

 


No comments:

Post a Comment