গ্রন্থ-আলোচনা ।। আবদুস সালামের কাব্যগ্রন্থ 'অলীক রঙের বিশ্বাস' ।। তৈমুর খান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

গ্রন্থ-আলোচনা ।। আবদুস সালামের কাব্যগ্রন্থ 'অলীক রঙের বিশ্বাস' ।। তৈমুর খান

বিষাদযাপনের কাব্য 'অলীক রঙের বিশ্বাস' 

তৈমুর খান



চারিদিকে একটা ভারী বিষণ্ণতার আবহাওয়া। নিজের নিঃশ্বাস ফেলতেও কেঁপে উঠছি। আমাদের জাতীয় জীবনে এক দুরারোগ্য ক্ষত। কোথাও আশ্বাসের দেখা নেই। নিরবচ্ছিন্ন বিমূঢ়তায় আমাদের দিন যাচ্ছে। আমাদের এই বিষাদযাপনের মহামুহূর্তকে কবিতার শব্দ, চিত্রে এবং না-বলা শূন্যতায় তুলে ধরেছেন এই সময়ের বিশিষ্ট কবি আব্দুস সালাম। তিনি সহজ মনের, সহজ ভাষার এবং সহজ জীবনের এক নিষ্ঠাবান কবি। তাঁকে ভালোবাসা যায়, কাছে ডাকা যায়, স্পর্শ করা যায়, অন্তরের ভাব বিনিময় করা যায়। আজীবন প্রান্তিক গ্রামেই বসবাস করছেন। কবিতা লিখছেন মনের তাগিদে, কিন্তু কখনও উচ্চকিত হতে চাননি। এক নীরবতা ও সহিষ্ণুতার আড়ালে নিজেকে রেখে দিয়েছেন। না, তাঁর খোঁজ আমরা রাখি না। কেমন আছেন তিনি তার খবরও কখনো জানতে চাই না। তবু যাঁরাই মানুষটিকে একবার দেখেছেন, একবার কাছে গিয়ে আলাপ করেছেন, আশা করি তাঁরা তাঁকে মনে রেখেছেন। তাঁরই কবিতার বই 'অলীক রঙের বিশ্বাস' (২০২১) সম্প্রতি হাতে পেয়েছি। ৫৬ টি কবিতায় যন্ত্রণাবিদ্ধ কবির হৃদয়ের উত্তাপ ছড়িয়ে আছে। কবিতা লেখা যে বিলাসিতা নয়, তা হৃদয়েরই অনপনেয় তাগিদ পাঠক মাত্রেই এটা সহজেই অনুধাবন করতে পারবেন।

 কেমন কবিতা লিখেছেন আব্দুস সালাম?

   এক মানবিক বৃত্তের ভেতর দাঁড়িয়ে আব্দুস সালাম সময়কে নিরীক্ষণ করেছেন। যে সময় মানবিক মূল্যবোধের উল্লঙ্ঘন করে চলেছে প্রতিটি মুহূর্তে। যে সময় রাজনীতির কলুষ বীভৎসতায় কলঙ্কিত করে চলেছে সভ্যতাকে। যে সময় শ'য়ে শ'য়ে জন্ম দিচ্ছে ঘাতক স্বৈরাচারীদের। যে সময়ে ধর্মহীন ধর্মের ছদ্মবেশে বিভেদ ও সাম্প্রদায়িকতায় হানাহানি সংঘাতে প্রলুব্ধ করছে। যে সময় ধর্ষকদের নেকড়ে ও হায়নার মতো ব্যভিচারে মত্ত করছে। এই সময়ের কাছেই কবি খোঁজ করেছেন তার অলীক রঙের বিশ্বাসকে। কিন্তু কোথায় এই বিশ্বাস? বরং হাহাকার ও শূন্যতায় নিরর্থক বেদনাক্লান্ত শব্দের স্বরলিপিকেই সঞ্চারিত করেছেন তাঁর আবেগ চারণায়। শিল্প সিদ্ধির পর্যায়ে নতুন কোনও পথের সন্ধান হয়তো করেননি, কিন্তু জীবন ও সময়ের সন্ধিক্ষণে তাঁর অব্যর্থ টংকার আমরা অস্বীকার করতে পারি না। ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক জঁ-পল সার্ত্র(১৯০৫-১৯৮০) লিখেছেন:

"My thought is me: that's why I can't stop. I exist because I think… and I can't stop myself from thinking. At this very moment - it's frightful - if I exist, it is because I am horrified at existing. I am the one who pulls myself from the nothingness to which I aspire."

(Jean-Paul Sartre, Nausea)

   অর্থাৎ আমার চিন্তা আমার: সে কারণেই আমি থামতে পারি না। আমি মনে করি বলেই আমি উপস্থিত ... এবং আমি নিজেকে ভাবনা থেকে থামাতে পারি না।

এই মুহূর্তে - এটি ভয়াবহ - যদি আমার উপস্থিতি হয়, কারণ আমি উপস্থিত থেকে আতঙ্কিত।আমিই সেই ব্যক্তি যিনি নিজেকে আকাঙ্ক্ষিত করে তুলি একেবারে শূন্যতা থেকেই।

 আব্দুস সালামও এই নাথিংনেস্ থেকেই নিজেকে আকাঙ্ক্ষিত করে তুলেছেন অলীক রঙের বিশ্বাসের দ্বারা। নিজের ভাবনাকে থামাতে পারেননি। যে ভয়াবহতার মধ্য দিয়ে তিনি যাত্রা করেছেন, অথবা সময়ের দ্বীপে নিজেকে দণ্ডায়মান করেছেন, সেখানে তিনি সত্যিই আতঙ্কিত। তাঁর কবিতাতে সে কথা বারবার উঠে এসেছে:

   ১, "ধর্মহীন সিঁড়িতে দাঁড়িয়ে আছে মহাকাল

         মাথার ওপর ঝুলছে রক্তাকাশ

         সময়ের নৌকায় পাড়ি জমায় অস্থিরতা"

২, "আগুনের উপত্যকায় গাওয়া হচ্ছে ষড়যন্ত্রের গান

      দাড়ি ভর্তি সংলাপ আর মুর্খামি ভর্তি আশাগুলো         উড়ে যাচ্ছে

     মনখারাপ পাহাড়ি ঝরনায় নগ্ন স্নানে ব্যস্ত"

৩, "সহবাসের বিজ্ঞাপন ঝুলছে রাস্তার মোড়ে মোড়ে

      জাহান্নাম কিনে নিয়েছে সব জমি"

৪, "অন্ধকার রাস্তায় বিছিয়ে রাখি মায়া

     বিশ্বাসের ধোঁয়ায় উঠোন ঝাপসা হয়ে যায়"

৫, "অন্ধকারে খুলে যায় পোশাক

     শুনি উল্টো ধারাপাতের গল্প

     উল্লাসের বাঁশি বেজে ওঠে

     বিষাদ ঝরে পড়ে মনুষ্য বাগানে।"


   বিষাক্ত নিঃশ্বাসের মুহুর্মুহু উত্তাপ আমাদেরও ক্লান্ত করেছে। পুড়ে গেছে পৃথিবীর হৃৎপিণ্ড। বিশ্বাসের দেখা পাইনি। কুটিল ভবিষ্যৎ আর অবিনাশি সংশয় আমাদের দগ্ধ করে চলেছে। এই অস্থিরতায়, এই বিপন্নতায় কোথায় শিল্পসৃষ্টির সুস্থিরতা? আব্দুস সালামও তা খুঁজে পাননি। প্রোমোটারদের হাতে বন্দি হয়ে গেছে সভ্যতা। বারবার মানচিত্র পাল্টে গেছে। লোভে রিরংসায় প্রকৃতিও হয়েছে ধ্বংস। কবি খুঁজে পাননি গন্তব্য। শুধু এক অবিন্যস্ত পাপ, রক্তাক্ত দিনযাপনের একঘেয়েমিতে ঢেকে ফেলেছে আমাদের সমস্ত বোধি। কবিতাগুলি এই সময়কেই অনুবাদ করেছে। প্রতিটি কবিতার সঙ্গে চিত্রও সংযোজন করা হয়েছে যা আমাদের ভাবনা এবং দৃশ্যজগৎকে একীভূত করে। কবিতাগুলি পড়ার সময় বারবার মনে হয়েছে, আব্দুস সালাম, হৃদয়ের কবি, মানুষের কবি, সময়ের কবি। কোথাও তিনি কৃত্রিমতার  আড়াল চাননি। শহুরে স্মার্টনেস নেই তাঁর কবিতায়।


============



'অলীক রঙের বিশ্বাস'

আব্দুস সালাম, 

চক্রবর্তী এন্ড সন্স পাবলিকেশন্স, কলকাতা- ১৪৪, 

প্রচ্ছদ ও অলংকরণ: দিপালী চক্রবর্তী

দাম:১২০ টাকা। 

                          


No comments:

Post a Comment