রোদ-বৃষ্টি
বিজিত মন্ডল
কাছ থেকে রোজ যাচ্ছি দেখে
ভালো নিয়ে বগড়া,
যমজ ভাই ও বোনের মধ্যে
খুনসুটি ভাব ঝগড়া।
বড়ো ভাই রোদ বলে আমি
না থাকিলে মানুষ,
পৃথিবীতে কেমন করে
উড়ায় সুখের ফানুস।
বলে বৃষ্টি ছোট বোনটি -
আমার কথা ভাবত?
উপর দিকে যাওয়ার পরও
নিচের পানে নামত!
আমার জন্য ধরায় ফলে
শস্য ও সাক, সবজি,
প্রণি সকল তৃপ্তি করে
খায় ডুবিয়ে কব্জি।
রোদ বলে দেখ আমার জন্য
শীত কালে প্রাণ বাঁচে,
শক্তপোক্ত হয়ে উঠে -
আমার গরম আঁচে।
দেখে- শুনে চুপ না থেকে
শেষে গিয়ে বলি,
ঝগড়া থামা, এই ভুবনে ই
তোদের নিয়ে চলি।
==============
বিজিত মন্ডল
কুশবেড়িয়া, উলুবেড়িয়া, হাওড়া।
No comments:
Post a Comment