শমনচিহ্ন
দীপঙ্কর সরকার
আমার ও তো ভয় হয় আঁতকে উঠি
শিয়রে শমনচিহ্ন এড়াই কী করে!
মৃত্যু অমোঘ জানি দুয়ারে এলে কী
দিয়ে আপ্যায়ন জানি না সবিশেষ।
কেউ কি শিখিয়ে দেবে শেখাবে
পাবে সে যথাযথ নগদ পারিশ্রমিক।
আমাকে বিশ্বাস কি ভরসা কোথায় সে
এক প্রশ্ন বটে তা ভেবে আমিও অধীর।
আসলে তুমিও জানোনা, জানোনা
তোমরাও, জানে এক সাবিত্রী যে কিনা
ফিরিয়েছিল সত্যবানের প্রাণ। একা সেই
জানে দুয়ারে মৃত্যু এলে কীভাবে আপ্যায়ন।
================
দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া
৭৪১২২২
No comments:
Post a Comment