ছড়া ।। শরৎ রাণী ।। মো. নজরুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

ছড়া ।। শরৎ রাণী ।। মো. নজরুল ইসলাম

শরৎ রাণী 

মো. নজরুল ইসলাম 


শরৎ কালের রূপের শোভা 
বলবো কতো আর, 
রাতে ঝরে শিউলি ফুল 
সুমিষ্ট ঘ্রাণ তার। 

শিশির ঝরা ভোরের বেলা 
ঘাসের ডগায় রয়, 
সূর্যের আলো পড়ে দেখি 
নোলক মনে হয়। 

নদীর কূলে কাশের বনে 
ফুটে কাশের ফুল, 
সেই ফুল নিয়ে ছেলে মেয়ে 
খেলতে হয়না ভুল। 

সাদা মেঘের ভেলায় চড়ে 
নীল আকাশের মেঘ, 
হিমেল পরশ বুলায় দেহে 
চলতে মিলে বেগ। 

নদী নালায় খালে বিলে 
শাপলা ফুটে খুব, 
দুপুর বেলা রোদের তাপে 
পুকুরে দেয় ডুব। 

================



মো. নজরুল ইসলাম 
 রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ। 


No comments:

Post a Comment