এই শ্রাবণের কথন
কল্যাণ কুমার শাণ্ডিল্য
শ্রাবণ দিনে পরাই মালা কন্ঠ মধুর গলে
বর্ষামুখর শ্রাবণ শেষে গেলেই তুমি চলে!
এই যে লিখি তোমার কথা মন-কেমনের মাসে!
বছর বছর বাইশ তারিখ স্মৃতি ফিরে আসে।
এমন সৃষ্টি দিয়ে গেছো, দৃষ্টি বদলে নিলে
সৃষ্টি তোমার ভাসতে থাকে সৃষ্টি-স্মৃতির ঝিলে।
ব্রাহ্ম তুমি ব্রহ্মেতে লীন যে মাসেতেই হলে,
শ্রাবণ মাসেই ভোলা আমার মর্ত্ত্যধামে এলে!
তোমার কাছে পৌঁছবে তাই ভক্তকুল আজ ডাকে।
গঙ্গা জলের কলসি ভরা কাঁধে ধরা বাঁকে।
বিশ্বকবি বাংলার রবি পড়ল ঝরে শ্রাবণ ধারায়!
বিশ্ব-লয়ের দেবাদিদেব জন্ম প্রভুর সৃষ্ট ধরায়।
~•~•~•~•~•সমাপ্ত•~•~•~•~•~•
কল্যাণ কুমার শাণ্ডিল্য
RG-9/1, Raghunathpur, Sarkar Bagan
Kolkata- 700059,West Bengal
No comments:
Post a Comment