শ্রাবণধারা
অমরেশ বিশ্বাস (ব্যা.পু.)
এই মেয়েটা কোথায় ছিলি
বৈশাখ জৈষ্ঠেতে
দিসনি সাড়া চলে গেছিস
চাস যেখানে যেতে।
দেখিসনি কি তৃষ্ণায় বুক
যাচ্ছিল যে ফেটে
সময় দাঁড়িয়ে থাকে না
সেদিন গেছে কেটে।
কত ডেকেছিলাম তোকে
দিসনি ডাকে সাড়া
বুঝি তখন কারো ডাকে
ছিল যাওয়ার তাড়া।
পড়ল মনে যখন, এলি
হয়ে শ্রাবণধারা
তোর পরশে মন খুশিতে
হল আত্মহারা।
* * *
অমরেশ বিশ্বাস
মনোবিতান
৫৩/এ, চন্দ্র মাষ্টার রোড
ডাকঘরঃ নোনা চন্দন পুকুর
ব্যারাকপুর
জেলাঃ উত্তর ২৪-পরগণা
কলকাতাঃ ৭০০১২২
No comments:
Post a Comment