শ্রাবণ ধারা
পলাশ পোড়েল
শ্রাবণ আসে নীরবেই, মেঘে ঢাকে আকাশ,
বৃষ্টির গান গায় বাতাস, জলে ভেজে ঘাস।
টুপটাপ শব্দে ঝরে জল, ছায়া নামে মাঠে,
জলে ভরে পুকুর ডোবায়,পিচ্ছিল পথ ঘাটে।
ধানের শিষে নাচে ধারা, নদী পায় ছুটি,
ছোটো খালে ঢেউ উঠে, নাচে মাছ পুঁটি।
ছাতার নিচে পথিক হাঁটে, গা ভেজে ধীরে,
শ্রাবণের এই রূপ দেখে মন তো যায় ভরে।
কাঁচা মাটির গন্ধ মিষ্টি, বাতাস ভরে থাকে,
বৃষ্টির সাথে সুর মিলিয়ে, কত পাখি ডাকে।
শিশুরা সব নেচে ওঠে, শ্রাবণধারার গান,
শ্রাবণ ধারা ছুঁয়ে মোছে হৃদয়েরই অভিমান।
আকাশ জুড়ে মেঘের খেলা, বৃষ্টির নামে ধারা ,
গরুরদল মাঠে মাঠে ভিজে ভিজে হলো সারা।
নদীর বুকে ঢেউয়ের হাসি, করছে যে টলমল,
শ্রাবণ এলে জাগে প্রাণ, মন হয় যে বড় চঞ্চল।
No comments:
Post a Comment