শ্রাবণের ধারায় শান্তিনিকেতন
বিদিশা সিমলান্দি
বর্ষণের গীত বেজে উঠেছে মেঘমল্লারের ছন্দে
রাঢ়ভূমি উচ্ছসিত হয়েছে ভেজা লাল মাটির গন্ধে।
শ্রাবণের বারিধারায় কলাভবন হয়েছে মুখরিত
শিল্পের ঐতিহ্যে আজও আভিজাত্য মিশ্রিত।
উত্তরায়নে শোনা যায় রবি ঠাকুরের পদধ্বনি
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় সুর দেই গীতবিতানের রাগিণী।
বর্ষায় প্লাবিত অথৈ জলের উচ্ছ্বাস কোপাই নদীর তীরে
মন ভেসে যাই বাউল গানের একতারার ওই সুরে।
জলে জলে হাট বসেছে সোনাঝুরির প্রান্তরে
বেচা কেনা নাই বাবু , এই ভরা বাদলের বন্দরে।
প্রার্থনার মন্ত্র বেজে উঠে উপাসনা গৃহে
বর্জ্যের ঝংকার তাল দেয় মন্ত্রে ধীরে ধীরে।
স্মৃতিমন্থরিত ছাতিমতলা শূন্য এই শাওনও বর্ষণে
শ্রাবণের ধারায় পড়লো ঝরে বাইশে শ্রাবণে।
==============
বিদিশা সিমলান্দি
রামপুরহাট, বীরভূম
পিন নম্বর:- 731237
No comments:
Post a Comment